দেবীগঞ্জে আলোচিত শাহনাজ পারভীন হত্যা মামলার প্রধান আসামি রাজু মিয়াকে টাঙ্গাইলের কালিহাতী থেকে গ্রেপ্তার করেছে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে দেবীগঞ্জ থানায় এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পুলিশ। সংবাদ সম্মেলনে দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বলেন, পরকীয়ার সম্পর্ক রাখতে অস্বীকৃতি জানালে সাবেক প্রেমিক রাজু মিয়া গত ঈদুল ফিতরের দিন (১১ এপ্রিল) ঈদের নামাজের সময় বাসায় কেউ না থাকার সুযোগে শাহনাজের গলা কেটে হত্যা করে। এর আগে পরকীয়ার বিষয়টি জানাজানি হলে একাধিকবার স্থানীয়ভাবে শালিস হয়। পরে শাহনাজের স্বামী মজিদ জীবিকা নির্বাহের জন্য শাহনাজ ও তার দুই সন্তান নিয়ে ঢাকা চলে যায় এবং ঈদ করার উদ্দেশ্যে গ্ৰামের বাসায় আসে।
সহকারী পুলিশ সুপার আরো জানান, শাহনাজের পারভীনের স্বামী আব্দুল মজিদ বাদী হয়ে ঘটনার পর দিন (১২ এপ্রিল) রাজুকে আসামি করে দেবীগঞ্জ থানায় হত্যামামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক থাকাকালীন সময়ে দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক কামাল উদ্দীন তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজু মিয়ার অবস্থান নিশ্চিত করে টাঙ্গাইলের কালিহাতী বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল বুধবার (১ মে) কালিহাতী থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেন।
সহকারী পুলিশ সুপার রুনা লায়লা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু শাহনাজকে ছুরিকাঘাতে হত্যার বিষয়টি স্বীকার করেছে। বৃহস্পতিবার রাজু মিয়াকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।