রাজধানীর খিলগাঁওয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঐ যুবকের নাম কাজী মোহাম্মদ আরেফিন (২৭)।
গতকাল শনিবার (১৮ মে) ভোর রাতে খিলগাঁওয়ের তালতলার জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। আরেফিন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জলগাঁও গ্রামের মতিউর রহমানের ছেলে। তালতলার পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।পেশায় গাড়িচালক ছিলেন।
মৃতের পরিবারের লোকজনের বরাত দিয়ে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার পাল জানান, শুক্রবার মধ্য রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। এরপর গতকাল শনিবার ভোর রাতে স্বজনরা দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যালে ভর্তি করে। সকাল ৯টার দিকে ঢামেক হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্ত্রী মুরশিদা বেগম বলেন, কাউকে না জানিয়ে এক বছর আগে দ্বিতীয় বিয়ে করেন তার স্বামী। বিষয়টি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ছিল।