ক্যাডার বহির্ভূত ৭ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ৭ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো।
নিয়মানুযায়ী পরে তাদেরকে পদায়ন করা হবে।
জাতীয় বেতন-স্কেল, ২০১৫ অনুযায়ী তারা ৯ম গ্রেডে বেতন-ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
পদোন্নতি পাওয়া সাত কর্মকর্তা হলেন— মো. আতাউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; মো. আনোয়ার হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; মো. আবুল কালাম আজাদ, প্রশাসনিক কর্মকর্তা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; মো. জহিরুল ইসলাম মোল্লা, প্রশাসনিক কর্মকর্তা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; মো. রফিকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগ; মোহাম্মদ হালিমুজ্জামান তরফদার, প্রশাসনিক কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগ; শেলী রানী দেবনাথ, ব্যক্তিগত কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগ।