ইউক্রেনের জন্য নতুন করে ২৩০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পাঠাতে যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন মঙ্গলবার (২ জুলাই) এ ঘোষণা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের বরাত দিয়ে রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্র সফরত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমারভের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ ঘোষণা দেন।খবর রুশ বার্তাসংস্থা তাসের।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমারভকে বলেন, আমি গর্বিত যে- শিগগিরি যুক্তরাষ্ট্র ২৩০ কোটি ডলারের বেশি অর্থের নিরাপত্তা সহায়তা দেবে ইউক্রেনকে। অস্টিন বলেন, এই প্যাকেজের আওতায় আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাংক বিধ্বসী অস্ত্র এবং অনান্য গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হবে।
উমারভের সঙ্গে বৈঠকে অস্টিন ন্যাটো সামরিক জোটে যোগ দেয়ার বিষয়ে ইউক্রেনের দাবির সঙ্গে একমত প্রকাশ করেন। আগামী সপ্তাহে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। সম্মেলনের সময় ন্যাটোর সঙ্গে ইউক্রেনের সেতুবন্ধন তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে বলে ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
দীর্ঘদিন ন্যাটো জোটে যোগ দেয়ার দাবি জানিয়ে আসছে ইউক্রেন কিন্তু এখন পর্যন্ত এই জোটের সদস্য করার ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি যুক্তরাষ্ট্র ও অন্য সদস্য দেশগুলো।
এদিকে, নতুন করে ইউক্রেনকে অস্ত্র দেয়ার খবরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন- এসব অস্ত্র দিয়ে কিয়েভকে রক্ষা করা যাবে না। এতে বরং যুদ্ধের মেয়াদ আরো বাড়বে।