ইউক্রেনের সেনাবাহিনীর সদস্য সাবেক এক ট্যাঙ্ক চালক পালিয়ে গিয়ে রাশিয়ার নাগরিকত্ব পেলেন। ম্যাক্সিম লিখাচেভ নামের ওই ট্যাঙ্ক চালক ইউক্রেনের একটি টি-৬৪ ট্যাঙ্ক ছিনতাই করে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেন। খবর তাসের।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করে জানান দোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) এক আইনপ্রণেতা। তিনি জানান, ম্যাক্সিম লিখাচেভ একটি রাশিয়ার পাসপোর্ট পেয়েছেন এবং তিনি বর্তমানে একজন রুশ নাগরিক।
ম্যাক্সিম লিখাচেভ মে মাসের শেষের দিকে একটি টি-৬৪ ট্যাঙ্ক ছিনতাই করে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেন। তিনি লুহানস্ক পিপলস রিপাবলিকের একটি শহর ক্রাসনোডনে জন্মগ্রহণ করেছেন।