ক্যারিবীয় অঞ্চলের ছোট ছোট দ্বীপপুঞ্জগুলোতে কয়েকদিন ধরে ধ্বংসযজ্ঞ চালানোর পর হারিকেন বেরিল বৃষ্টিসহ প্রচণ্ড শক্তি নিয়ে বুধবার (৩ জুলাই) জ্যামাইকায় আছড়ে পড়েছে। এখানে অন্তত একজন নিহত হয়েছেন। এতে শক্তিশালী এ হারিকেনটির তাণ্ডবে নিহতের সংখ্যা অন্তত ১০ জনে দাঁড়িয়েছে, তবে এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
হারিকেনের প্রভাবে ক্যারিবীয় অঞ্চলের দ্বিপপুঞ্জগুলোতে বন্যা ও প্রাণঘাতী ঝড় বয়ে যাওয়ার পর আস্তে আস্তে যোগাযোগ স্বাভাবিক হওয়া শুরু করেছে, ফোন ও ইন্টারনেটের লাইন সচল হচ্ছে। এতে হতাহত ও ক্ষয়ক্ষতির চিত্রও পরিষ্কার হচ্ছে।
জ্যামাইকায় বেরিলের সবচেয়ে ধ্বংসাত্মক অংশটি দ্বীপটির দক্ষিণ উপকূল দিয়ে স্থলে উঠে সামনে পড়া এলাকাগুলো তছনছ করে দেয়। বন্যাপ্রবণ এই এলাকাটি থেকে বাসিন্দাদের আগেই সরানো শুরু করে জরুরি বিভাগের কর্মীরা।
জ্যামাইকার দক্ষিণাঞ্চলীয় সেন্ট এলিজাবেথ প্যারিশের একটি কৃষিপ্রধান গ্রামে পাহাড়ের ওপর বসবাস করা অ্যামোয় ওয়েলিংটন (৫১) বলেন, সবকিছু শেষ হয়ে গেছে। আমার বাড়িতেই আছি, আতঙ্কিত। এটা ভয়ানক বিপর্যয়।