ঢাকা | বঙ্গাব্দ

মার্টিনেজের বীরত্বে সেমিফাইনালে আর্জেন্টিনা

ট্রাইবেকারে ইকুয়েডরকে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে গেল আর্জেন্টিনা।
  • | ০৫ জুলাই, ২০২৪
মার্টিনেজের বীরত্বে সেমিফাইনালে আর্জেন্টিনা টাইব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

টাই-ব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে সেমিতে পা রাখল আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে। মেসি ট্রাইবেকার মিস করলেও ৪-২ লক্ষ্যভেদের ব্যবধানে জিতে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা।


যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয় ম্যাচটি। ম্যাচের ৩৫ মিনিটে লিড পায় আর্জেন্টিনা। মেসির কর্নার কিকে উড়ে আসা বলে হেড নেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এরপর বলে মাথা ছুঁইয়ে নিশানাভেদ করেন লিসান্দ্রো মার্টিনেজ।


বিরতির পর ডি-বক্সের ভেতর রদ্রিগো ডি পলের হাতে বল লাগলে পেনাল্টি পায় ইকুয়েডর। এনার ভ্যালেন্সিয়ার স্পট কিক বারে লেগে ফিরলে সমতায় ফেরা হয়নি তাদের। চোট কাটিয়ে মাঠে ফেরা লিওনেল মেসির শট ৬৭ মিনিটে প্রতিহত করেন গোলরক্ষক অ্যালেক্সান্ডার ডমিনগুয়েজ।


যোগ করা সময়ের প্রথম মিনিটে জন ইয়েবোহর ক্রসে কেভিন রদ্রিগেজ হেডে গোল করে ইকুয়েডরকে সমতায় ফেরান।


আগেই জানা গিয়েছিল, কোপার এবারের আসরে কোয়ার্টার ও সেমি-ফাইনালে থাকছে না কোনো অতিরিক্ত সময়। ফলে ম্যাচ গড়ালো টাইব্রেকারে। তাতে আরেকবার অভিজ্ঞতার ভেলকি দেখালেন মার্টিনেজ। 


মেসি প্রথম শট মিস করতেই আর্জেন্টাইনদের চোখেমুখে হতাশা। কিন্তু আর্জেন্টিনার মার্টিনেজ আছেন যে!  ইকুয়েডরের হয়ে প্রথম শটটি নিতে আসেন অ্যাঞ্জেল মেনা। বামদিকে ঝাঁপিয়ে তার শট রুখে দেন মার্টিনেজ। পরের শটে অ্যালান মিন্দার শটও আটকে সমর্থকদের আনন্দে ভাসান এমি। 


বিপরীতে টানা চার শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন জুলিয়ান আলভারেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, গনজালো মন্টিয়েল ও ওতামেন্ডি। তাতে একটি শট বাকি থাকতেই উল্লাসে মেতে ওঠে বিশ্ব চ্যাম্পিয়নরা।