ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনে লরি-মিনিবাস সংঘর্ষ, নিহত ১৪

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইউক্রেনের জরুরি মন্ত্রণালয়ের পোস্ট করা ছবিতে একটি মাঠের মধ্যে গাড়ির ধ্বংসাবশেষ দেখা গেছে।
  • | ০৭ জুলাই, ২০২৪
ইউক্রেনে লরি-মিনিবাস সংঘর্ষ, নিহত ১৪ নিহতদের ১২ জন মিনিবাসের যাত্রী

ইউক্রেনে শনিবার রাতে বেপরোয়া একটি লরির সঙ্গে সংঘর্ষে একটি মিনিবাসের  ১২ জন যাত্রী এবং দুই গাড়ির চালক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। স্থানীয় সময় শনিবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আরেক নারীও গুরুতর আহত হয়েছেন। খবর কিয়েভ ইনডিপেন্ডেন্টের।

ভয়াবহ এই দুর্ঘটনা ও প্রাণহানির পর দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে পূর্ব ইউরোপের এই দেশটি। রোববার (৭ জুলাই) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো এক টেলিগ্রাম পোস্টে এ তথ্য জানান। ক্লিমেনকো আরো জানিয়েছেন, একটি ৬ বছর বয়সী শিশুসহ ১২ জন যাত্রী এবং দুই চালক নিহত হয়েছেন এবং একজন নারী গুরুতর আহত হলেও বেঁচে গেছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইউক্রেনের জরুরি মন্ত্রণালয়ের পোস্ট করা ছবিতে একটি মাঠের মধ্যে গাড়ির ধ্বংসাবশেষ এবং শিশুর খেলনা মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সন্ধ্যার ভিডিও ভাষণেও এই দুর্ঘটনার কথা উল্লেখ করেছেন এবং যারা মারা গেছেন তাদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।