ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবেন না পুতিন

পুতিন স্টার্মারের বিজয়কে স্বাগত জানাবেন কিনা-জানতে চাইলে পেসকভ স্পষ্ট করে বলেন, সবকিছুই নির্ভর করছে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্যোগের ওপর।
  • | ০৭ জুলাই, ২০২৪
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবেন না পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবেন না। রাশিয়ার সঙ্গে ব্রিটেনের অবন্ধুসুলভ আচরণ অব্যাহত রাখায় ওই আশঙ্কার কথা জানান দিমিত্রি পেসকভ।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ব্রিটেন ওই যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছে। মস্কোর নিরাপত্তা বিষয়ে উদ্বেগের প্রতি পশ্চিমাদের উদাসিনতা এবং রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটো বাহিনীর সম্প্রসারণ থেকে ওই যুদ্ধ শুরু হয়।

লন্ডন রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে উত্তেজনা ও সংঘাত বাড়িয়ে দিয়েছে। ব্রিটেন এ পর্যন্ত রাশিয়ার ১১০০ নাগরিক এবং ৮০০ টিরও বেশি সরকারী সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ক্রেমলিনের মুখপাত্র পেসকভ সাংবাদিকদের আরও বলেন, লন্ডন একইভাবে মস্কোর বিরুদ্ধে অবন্ধুসুলভ আচরণ করে যাচ্ছে। সে কারণে রুশ প্রেসিডেন্ট পুতিন ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির বিজয় এবং নতুন প্রধানমন্ত্রী স্যার কিয়ার রডনি স্টার্মারকে অভিনন্দন জানাবেন না বলেই মনে হচ্ছে।

পুতিন স্টার্মারের বিজয়কে স্বাগত জানাবেন কিনা-জানতে চাইলে পেসকভ স্পষ্ট করে বলেন, সবকিছুই নির্ভর করছে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্যোগের ওপর। যদিও তিনি শান্তিপূর্ণ এবং সৃজনশীল কোনো উদ্যোগ নিয়ে এগিয়ে আসবেন বলে মনে হচ্ছে না।