ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে অন্তত ২৩ জন নিহত হয়েছে। এখনো নিখোঁজ ৪৫ জন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রোববার সকালে ইন্দোনেশিয়ার গোরোন্তালো প্রদেশের সুওয়াওয়া জেলায় প্রবল বৃষ্টিপাতের ফলে এই ভূমিধস শুরু হয়। এতে খনিশ্রমিক এবং আশপাশে বসবাসকারীরা চাপা পড়ে। জেলাটি রাজধানী জাকার্তা থেকে দুই হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত।
ভারী বৃষ্টির কারণে সোমবার সাময়িকভাবে স্থগিত থাকার পর মঙ্গলবার উদ্ধার অভিযান পুনরায় শুরু করা হয়। হেলিকপ্টারসহ কয়েকশ কর্মী উদ্ধার কাজে নিয়োগ করা হয়েছে।
উদ্ধার অভিযান চালানো সংস্থার এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, এখন পর্যন্ত ৬৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ভারী কাদার কারণে উদ্ধারকারীদের বিপর্যয়ের জায়গায় পৌঁছানোর জন্য ২০ কিলোমিটারের বেশি পথ হেঁটে পাড়ি দিতে হয়েছে। এ কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
দেশটিতে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। দেশটির প্রত্যন্ত অঞ্চলগুলোতে বন উজাড় ও ছোট আকারের অবৈধ খনির কার্যক্রম পরিচালনার কারণে ভূমিধসের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। আশঙ্কার বিষয় হলো, প্রত্যন্ত এসব অঞ্চলে প্রশাসনের নাগাল খুব একটা নেই। ইন্দোনেশিয়ায় নিবন্ধনহীন ৮ হাজার ৬শর বেশি খনি রয়েছে। এর মধ্যে এক-চতুর্থাংশের বেশি স্বর্ণ খনি।
এর আগে, মে মাসে দেশটির পশ্চিম সুমাত্রা প্রদেশে ভারী বৃষ্টির পর আকস্মিক বন্যা ও ভূমিধসে ৫০ জনেরও বেশি মানুষ মারা যায়। এছাড়া এপ্রিলে দক্ষিণ সুলাওয়েসিতে ব্যাপক বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৮ জন নিহত হয়।