ঢাকা | বঙ্গাব্দ

ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৮

কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে। দুর্ঘটনার কারণ খোঁজার কাজও শুরু হয়েছে।
  • | ১০ জুলাই, ২০২৪
ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৮ উত্তরপ্রদেশের উন্নাওয়ে একটি দোতলা বাস দুধবাহী ট্যাঙ্কারে ধাক্কা মারে

ভারতের উত্তর প্রদেশের লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এতে আরও ১৯ জন আহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে উত্তরপ্রদেশের উন্নাওয়ে একটি দোতলা বাস দুধবাহী ট্যাঙ্কারে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় বহু যাত্রীর। আহত হন অনেকে। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী দোতলা বাসটি বিহার থেকে দিল্লি যাচ্ছিল। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে একটি ট্যাঙ্কারে ধাক্কা মারে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশুও রয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে। দুর্ঘটনার কারণ খোঁজার কাজও শুরু হয়েছে।

দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি জানিয়েছেন, উন্নাওয়ের সড়ক দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ১৯। তাঁদের উন্নাওয়ের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকার সমস্ত হাসপাতালকে সতর্ক করা হয়েছে। ট্রমা কেয়ার সেন্টারগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। মৃত ও আহতদের অধিকাংশই বিহারের বাসিন্দা। সেই রাজ্যের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ডাবল-ডেকার বাসটি বিহার রাজ্যের সীতামারহি থেকে দিল্লির দিকে যাচ্ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে তার অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীর অফিস থেকে এক্স (সাবেক টুইটার) এ জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের জন্য দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও তার এক্স (সাবেক টুইটার) প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, উত্তর প্রদেশের উন্নাও-তে লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। যারা এই ধরনের আকস্মিক মৃত্যুর শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করছি।