ঢাকা | বঙ্গাব্দ

ফিলিস্তিনে ইহুদি বসতি সম্প্রসারন, ইসরায়েলি জেনারেলের নিন্দা

ইসরায়েলি ওই জেনারেল বলেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার মাধ্যমে ‘জাতীয়তাবাদী অপরাধে’ লিপ্ত হয়েছে।
  • | ১০ জুলাই, ২০২৪
ফিলিস্তিনে ইহুদি বসতি সম্প্রসারন, ইসরায়েলি জেনারেলের নিন্দা দুজন অস্ত্রধারী ইসরায়েলি বসতি স্থাপনকারী

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ করায় নিন্দা জানিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর এক জেনারেল। ইসরায়েলি ওই জেনারেলের নাম মেজর জেনারেল ইয়েহুদা ফক্স। তিনি ইসরায়েলের কেন্দ্রীয় কমান্ডের বিদায়ী প্রধান। একইসঙ্গে এই অঞ্চলে বসতি স্থাপনকারীদের সহিংসতার সমালোচনাও করেছেন তিনি। খবর নিউইয়র্ক টাইমস ও আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, একজন ইসরায়েলি জেনারেল ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের বিষয়ে সরকারের সিদ্ধান্তের নিন্দা করেছেন। এই অঞ্চলে বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার সমালোচনাও করেছেন বলে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে।

সোমবার বিদায় অনুষ্ঠানে তিনি বলেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার মাধ্যমে ‘জাতীয়তাবাদী অপরাধে’ লিপ্ত হয়েছে। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এই কর্মকাণ্ড পশ্চিম তীরে ‘ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে বিশৃঙ্খলা ও ভয়ের বীজ বপন করেছে, যারা (ইসরায়েলিদের জন্য) কোনো হুমকি সৃষ্টি করেনি।’

জেনারেল ফক্স বলেন, এটা আমার চোখে ইহুদি ধর্ম নয়। অন্তত যার সঙ্গে আমি আমার বাবা এবং মায়ের বাড়িতে বড় হয়েছি তার নয়। এটা তাওরাতের পথ নয়। এটির মাধ্যমে শত্রুর পথ অবলম্বন করা হচ্ছে।