দ্বিতীয় স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর ফের কাজে মনোযোগী হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। গেল ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খানের ‘রাজকুমার’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এই নায়িকা। এরপর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।
তবে কেন মাহিয়া মাহিকে বড় পর্দায় দেখা যাচ্ছে না এ বিষয়ে মুখ খুলেছেন তিনি।
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন মাহিয়া মাহি। মাহিকে আবার কবে বড় পর্দায় দেখা যাবে? এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘আসলে কামব্যাক করার মতো চিত্রনাট্য এখনো হাতে পাইনি। তবে বেশ কটি চিত্রনাট্য হাতে এসেছে। এগুলো দেখেছি। কিন্তু অভিনয় করার ইচ্ছে হয়নি। ’
মাহি বলেন, ‘আমি নায়িকা হিসেবে, অভিনেত্রী হিসেবে ফিরতে চাই। সে কারণেই ভালো পরিচালক ও ভালো চিত্রনাট্যের জন্য অপেক্ষা করছি। ’
শাকিব খানের সঙ্গে অভিনয় প্রসঙ্গে মাহি বলেন, ‘তার কোনো বিকল্প দেশে নেই। শাকিব খানের অভিনয়সত্তা এবং স্টারডম গড গিফটেড। এখানে শুধু পরিশ্রম নয়, আরও অনেক কিছুই রয়েছে। অনেকেই খুব চেষ্টা করে হয়তো তার কাছাকাছি যেতে পারবে কিন্তু একজন শাকিব খান হতে পারবে না। ’
নিজের ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতে “পুষ্পা”, “কেজিএফ”, “কাল্কি”র জন্য একজন আল্লু অর্জুন, একজন প্রভাস বছরের পর বছর অপেক্ষা করে। আমিও তেমনই অপেক্ষা করতে চাই। ’
তিনি আরও বলেন, ‘মানুষ যেন আমার অভিনয়ে মুগ্ধ হয়, তৃপ্ত হয়। শুধু কাজের সংখ্যা বাড়ানোটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার “অগ্নি”, “পোড়ামন”-এর মতো বছরে যদি একটা ভালো সিনেমা করতে পারি, সেটাই অনেক বড় প্রাপ্তি হবে। ’