রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্কুলের শিক্ষিকা মেহেরীন চৌধুরীর দৃঢ় উপস্থিতি ও দ্রুত সিদ্ধান্তে প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন অন্তত ২০ জন শিক্ষার্থী। যদিও শিক্ষার্থীদের উদ্ধারের পর নিজেই ঠিকঠাক বের হতে পারেননি; পুরে গেছে তার শরীরের একটি অংশ। ৪৬ বছর বয়সী মেহেরীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ইউনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
আজ সোমবার (২১ জুলাই) দুপুরে সেই স্কুল গেটেই ঘটে গেলো ভয়াবহ বিমান দুর্ঘটনা। স্কুলের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। আর এই ঘটনায় মেহেরীনের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে।
মাহরিনের স্বামী মনসুর হেলাল জানান, মাহরিনের পা থেকে মাথা পর্যন্ত সব ঝলসে গেছে। আমার মনে হচ্ছে ১০০ শতাংশ দগ্ধ।
জানা গেছে, দুর্ঘটনার মুহূর্তে দ্রুত শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে আনেন মেহেরীন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ছাত্র-ছাত্রীদের বের করে দিয়ে নিজেই যথাসময়ে বের হতে পারেননি। উদ্ধার অভিযানে থাকা এক সদস্যও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ ২০ জন নিহত হয়েছেন। এতে দগ্ধ আরও ১৭১ জন হয়েছেন। এর আগে, দুপুর একটার পর বিমানটি বিধ্বস্ত হয়। দগ্ধদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩৬ জনের পরিচয় মিলেছে।
thebgbd.com/NIT