ঢাকা | বঙ্গাব্দ

এফ-১৬ যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

এই যুদ্ধবিমানের জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে প্রায় ১৮ মাস অনবরত ধরনা দিয়েছেন।
  • | ১১ জুলাই, ২০২৪
এফ-১৬ যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন এফ-১৬ যুদ্ধবিমান

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে অবশেষে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যা ইউক্রেনকে বিজয়ের দিকে আরো একধাপ এগিয়ে যাওয়া বলে মনে করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসব এফ-১৬ যুদ্ধবিমান রাশিয়ার হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করতে সাহায্য করবে ঠিকই কিন্তু দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার স্থায়ী সমাধান নয় বলে মনে করছে ন্যাটো জোটের সদস্যরা। খবর আরব নিউজের।

বুধবার (১০ জুলাই) ন্যাটো সম্মেলনে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস এবং ডেনমার্ক ঘোষণা দেয়- ইতোমধ্যেই এফ-১৬ যুদ্ধবিমানের প্রথম চালানটি ইউক্রেনের পথে রয়েছে। শিগগিরই এই বিমানগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে পারবে ইউক্রেনের বাহিনী।

ন্যাটো সম্মেলনে এফ-১৬ যুদ্ধবিমান নিয়ে একটি ঘোষণা আসবে এমনটি আগে থেকেই ধারণা করা হচ্ছিল। ধ্বংসাত্মক এই যুদ্ধবিমানের সাহায্যে ইউক্রেনের যোদ্ধারা রাশিয়ার বিমান হামলা ঠেকিয়ে দিতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। তবে প্রথম চালানে কতগুলো বিমান ইউক্রেনে যাচ্ছে সেই সংখ্যাটি জানা যায়নি।

এফ-১৬ যুদ্ধবিমানের প্রথম চালান ইউক্রেনের জন্য একটি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে। এই যুদ্ধবিমানের জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে প্রায় ১৮ মাস ধরনা দিয়েছেন। অবশেষে প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হওয়ায় ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি। তিনি আশা করছেন-৮৫টি নয়, বরং আরো অনুদানের মাধ্যমে অন্তত ১৩০টি এফ-১৬ তিনি হাতে পাবেন।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের বিমান প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এফ-১৬ ব্যবহার করা হবে। আত্মবিশ্বাসী নৃশংস রুশ হামলা থেকে ইউক্রেনীয়দের আরও ভালোভাবে সুরক্ষা দিতে আমাদের সহায়তা করবে এসব যুদ্ধবিমান।’