ফ্রান্সের ইউরো যাত্রা শেষ হয়েছে। জাতীয় দলের হয়ে কিলিয়ান এমবাপ্পের ইউরোপিয়ান শিরোপার স্বপ্নও থেমেছে। আগেভাগে তার ইউরো আসর শেষ হওয়ায় রিয়াল মাদ্রিদের ভক্তদের সঙ্গে পরিচয় পর্বও তাড়াতাড়ি হচ্ছে।
রিয়াল মাদ্রিদ জানিয়েছে, আগামী ১৬ জুলাই সান্তিয়াগো বার্নাব্যুতে ভক্তদের সামনে উন্মুক্ত করা হবে কিলিয়ান এমবাপ্পেকে। পরিচয় করিয়ে দেওয়া হবে ভক্তদের সঙ্গে।
রিয়ালে প্রথম মৌসুমে ৯ নম্বর জার্সি পাচ্ছেন এমবাপ্পে। ইউরোর মধ্যে গুঞ্জন ছিল, লুকা মডরিচ ক্লাব ছাড়তে পারেন। সেক্ষেত্রে তার ১০ নম্বর জার্সি পাওয়ার সম্ভাবনা ছিল ফ্রান্সম্যানের। কিন্তু আরও এক মৌসুমে বার্নাব্যুতে থাকবেন মডরিচ। যে কারণে ১০ নম্বর জার্সির জন্য আরও এক মৌসুম অপেক্ষা করতে হবে তার।
ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলেও এমবাপ্পের জার্সি পেতে আরও মাস খানেক অপেক্ষা করতে হবে। কারণ পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এমবাপ্পের রিয়াল মাদ্রিদের জার্সি বিক্রি করতে পারবে না লস ব্লাঙ্কোসরা।