হারিকেন বেরিল এবং পূর্বের মৌসুমী ঝড় আলবার্তোর কারণে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপিয়াসের শহুরে অঞ্চলগুলোতে ঢুকে পড়েছে অন্তত ২০০ কুমির। কর্তৃপক্ষ বলছে, জুন মাসে বৃষ্টির সঙ্গে হারিকেন বেরিল এই অঞ্চলে আঘাত করার পর শহর থেকে প্রায় ২০০টি কুমিরকে শনাক্ত ও ধরা হয়েছে।
এই সপ্তাহের শুরুতে দক্ষিণ টেক্সাসে মৌসুমী ঝড় আলবার্তোর পর হারিকেন বেরিলও একই জায়গায় আঘাত হানে। মূলত ভারী বৃষ্টির কারণে উপকূলীয় উপহ্রদগুলোতে পানির স্তর বেড়ে গেছে। ফলে প্রাণীগুলি ট্যাম্পিকো এবং নিকটবর্তী শহর সিউদাদ মাদেরো এবং আলতামিরার মতো শহরগুলোতে ঢুকে পড়ে। এই তিন শহর থেকেই অন্তত ১৬৫টি কুমিরকে আটক করে সরিয়ে নেয়া হয়েছে।
তামাউলিপাস রাজ্যের পরিবেশ বিভাগের প্রধান কারিনা লিজেথ সালদিভার এক বিবৃতিতে বলেছেন, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে লেগুন সিস্টেমে পানির স্তর বেড়েছে, যার ফলে শহরে কুমিরের দেখা মিলেছে।'
ফেডারেল অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন জানিয়েছে, জুন মাসে এই এলাকায় আরও ৪০টি কুমির ধরা পড়েছে। সেগুলো উদ্ধার করে জনবহুল এলাকার বাইরে উপযুক্ত আবাসস্থলে স্থানান্তরিত করা হয়েছে। এই সমস্যা আরও বেশকিছুদিন অব্যাহত থাকতে পারে জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, বৃষ্টির পানিতে ডুবে যাওয়া রাস্তাঘাট ও ড্রেনগুলোর পানি কমে যাচ্ছে। ফলে এসব জায়গায় এখন আরও বেশি পরিমাণে কুমিরের দেখা মিলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েকদিন শহুরে এলাকায় কুমির ধরা পড়ার বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশিত হচ্ছে। এরপরই বিষয়টি সবার নজরে এসেছে। মেক্সিকোতে কুমির একটি সংরক্ষিত প্রজাতির প্রাণী। দেশটিতে কুমিরের দ্বারা সাধারণ মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা খুবই বিরল। তবে মাঝে মাঝে কুমিরের আক্রমণের বিষয়টি সামনে আসে।