ঢাকা | বঙ্গাব্দ

অ্যান্ডারসনের অবসর নিয়ে পোস্ট করে ‘হাসির পাত্র’ বাবর

২১ বছরের ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসর নেওয়ার পর অ্যান্ডারসনকে অনেক তারকা-মহাতারকারা অভিন্দন জানিয়েছেন। তেমনই একটি বার্তা দিতে গিয়ে ছোট ভুল করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। যা নিয়ে সামাজিক মাধ্যমে হাসির রোল পড়েছে।
  • | ১৩ জুলাই, ২০২৪
অ্যান্ডারসনের অবসর নিয়ে পোস্ট করে ‘হাসির পাত্র’ বাবর জেমস অ্যান্ডারসন, বাবর আজম

শুক্রবার (১২ জুলাই) নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টেনেছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮৮টি টেস্টে তিনি তৃতীয় সর্বোচ্চ ৭০৪ উইকেট শিকার করেছেন। যা পেসার ও ইংল্যান্ডের কোনো বোলার হিসেবে সর্বোচ্চ উইকেটের কীর্তি। ২১ বছরের ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসর নেওয়ার পর অ্যান্ডারসনকে অনেক তারকা-মহাতারকারা অভিন্দন জানিয়েছেন। তেমনই একটি বার্তা দিতে গিয়ে ছোট ভুল করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। যা নিয়ে সামাজিক মাধ্যমে হাসির রোল পড়েছে।

ইংল্যান্ডের জার্সিতে ধারাবাহিকভাবে পুরো ক্যারিয়ারজুড়ে সুইংয়ের দারুণ প্রদর্শনী দেখিয়েছেন অ্যান্ডারসন। ফলে প্রায় প্রতিটি অভিনন্দন বার্তায় তার সুইং, ফিটনেস ও অসাধারণ পরিশ্রমের প্রশংসা করছেন সবাই। তেমনটি একটি প্রশংসামূলক টুইট বার্তায় পাক অধিনায়ক বাবর লেখেন, ‘তোমার কাটারের মুখোমুখি হওয়া দারুণ সৌভাগ্যের, জিমি! ক্রিকেট তার বড় এক তারকাকে মিস করতে যাচ্ছে। খেলায় তোমার অবিশ্বাস্য নিবেদন সুনির্দিষ্ট কোনো বর্ণনায় বলা সম্ভব নয়। অনেক শ্রদ্ধা তোমার জন্য, গোট (সর্বকালের সেরা)।’

বাবরের পোস্টটি ঠিকঠাকই ছিল, শুধু ‘কাটার’ শব্দটা যত গণ্ডগোলের মূল। যদিও পরে সেই শব্দের বদলে ‘সুইং’ লিখে আরেকটি বার্তা দিয়েছেন এই ২৯ বছর বয়সী তারকা ব্যাটসম্যান। তবে তার ‘কাটার’ শব্দটি নিয়ে তুমুল হাসি-ঠাট্টা ও কৌতুকে মেতেছেন নেটিজেনরা। তাদের কেউ কেউ তো বলছেন ক্রিকেটের বড় তারকা কাটার ও সুইং শব্দের পার্থক্য বোঝেন না!

দীর্ঘ ২২ বছর ধরে ক্রিকেটকে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন ইংল্যান্ডের এই তারকা পেসার। বিনিময়ে অ্যান্ডারসন পেয়েছেন ভক্ত ও সমর্থকদের ভালোবাসা। বিদায় বেলাতেও একই ভালোবাসা দিয়েছেন দর্শক ও সতীর্থ-প্রতিপক্ষ খেলোয়াড়রা। ৪১ বছর বয়সী পেসারকে গতকাল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে ক্রিকেটাররা দু’পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ‘গার্ড অব অনার’ দেন। মাঠে উপস্থিত দর্শকরাও গ্যালারিতে দাঁড়িয়ে এই কিংবদন্তিকে অভিবাদন জানিয়েছেন। দিনের শুরু কিংবা শেষে একইভাবে বিদায়ী বরণ পেয়েছেন জিমি।