ঢাকা | বঙ্গাব্দ

বিধানসভা উপনির্বাচনে বিজেপির বড় পরাজয়

কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইনডিয়া’ জোট ১০টি আসনে জিতেছে। অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট মাত্র দুই আসনে।
  • | ১৩ জুলাই, ২০২৪
বিধানসভা উপনির্বাচনে বিজেপির বড় পরাজয় পশ্চিমবঙ্গে ৪টি আসনেই জিতেছে তৃণমূল কংগ্রেস

ভারতের সাত রাজ্যের ১৩টি বিধানসভা আসনের উপনির্বাচনে বড় ধরনের পরাজয় দেখেছে ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। শনিবার (১৩ জুলাই) ১৩টি আসনের উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফল অনুযায়ী, কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইনডিয়া’ জোট ১০টি আসনে জিতেছে। অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট মাত্র দুই আসনে। বাকি ১ আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

দেশটির পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, বিহার, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখন্ড ও হিমাচল প্রদেশের ১৩টি আসনে ১০ জুলাই উপনির্বাচনে ভোট হয়। আগে এই ১৩টি আসনের মধ্যে বিজেপি, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের দুটি করে আসন ছিল। একটি করে আসন ছিল উত্তর প্রদেশের বহুজন সমাজ পার্টি (বিএসপি), বিহারের জনতা দল (ইউনাইটেড), তামিলনাড়ুর দ্রাবিড়া মুনেত্রা খাজাগম (ডিএমকে) এবং একটি ছিল আম আদমি পার্টির (আপ)। বাকি তিনটি আসন ছিল স্বতন্ত্র।

কিন্তু এবার পরিস্থিতি পুরো ভিন্ন। হিমাচল প্রদেশের ৩টি আসনের একটিতে বিজেপি ও দুটিতে কংগ্রেস জয়ী হয়েছে। পশ্চিমবঙ্গে ৪টি আসনের ৪টিতেই জিতেছে ‘ইনডিয়া’ জোটের শরিক তৃণমূল কংগ্রেস।

দিল্লির আম আদমি পার্টি (আপ) পাঞ্জাব রাজ্যের জালান্দর পশ্চিম আসনে জয়ী হয়েছেন। বিজেপি জিতেছে মধ্যপ্রদেশের আমরওয়ারা আসনে। ‘ইনডিয়া’ জোটের শরিক দ্রাবিড়া মুনেত্রা খাজাগমের (ডিএমকে) প্রার্থী তামিলনাড়ুর বিক্রাবান্দি আসনে জয়ী হয়েছেন।

উত্তরাখন্ড রাজ্যের বদ্রিনাথ ও মঙ্গলাউর— এই দুই আসনে এবার কংগ্রেসের দুই প্রার্থী জয়ী হয়েছেন। বিহার রাজ্যের রুপাউলি আসনে স্বতন্ত্র প্রার্থী শংকর সিং নীতীশ কুমার জয়ী হন।

বিজেপির নেতৃত্বাধীন এনডিএ’র কোনো শরিক দলই এবার আশানুরূপ ফল করতে পারেনি।