ঢাকা | বঙ্গাব্দ

সালমান শাহের মৃত্যুবার্ষিকীতে মুক্তি পাবে শাকিবের ‘দরদ’

আগামী ৬ সেপ্টেম্বর, প্রয়াত ওমর নায়ক সালমান শাহের মৃত্যুবার্ষিকীতে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি। এমনটাই জানিয়েছেম সিনেমার পরিচালক অনন্য মামুন।
  • | ১৫ জুলাই, ২০২৪
সালমান শাহের মৃত্যুবার্ষিকীতে মুক্তি পাবে শাকিবের ‘দরদ’ সংগৃহীত

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। গেল ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও বেশ কিছু কারণে মুক্তি পায়নি সিনেমাটি। এবার মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর, প্রয়াত ওমর নায়ক সালমান শাহের মৃত্যুবার্ষিকীতে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি। এমনটাই জানিয়েছেম সিনেমার পরিচালক অনন্য মামুন।


ইতিমধ্যেই সিনেমার টিজার ও লুক প্রকাশ হয়েছে।সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায়ও আসতে যাচ্ছে ‘দরদ’র নতুন আরও এক টিজার।


অনন্য মামুন বলেন, ‘আজ থেকে “দরদ” সিনেমার প্রচারণা শুরু হচ্ছে নতুন একটি টিজার প্রকাশের মধ্য দিয়ে। বাংলাদেশের পাশাপাশি বিশ্ব বাজারে ভালো কিছু করাই আমাদের লক্ষ্য। মধ্যপ্রাচ্যে বড় অংশ জুড়ে বাঙালিরা থাকেন। সেই দর্শক ধরার টার্গেট আছে।’


সাইকো থ্রিলার ঘরানার এই সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি বাংলা ভাষার পাশাপাশি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়।