ঢাকা | বঙ্গাব্দ

‘আমার দাদা যতটুকু রেখে গিয়েছেন, সেটা দিয়ে ইলেকশনও করে ফেলতে পারবো’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার বিশাল গাড়িবহর নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ২৫ মার্চ, ২০২৫
‘আমার দাদা যতটুকু রেখে গিয়েছেন, সেটা দিয়ে ইলেকশনও করে ফেলতে পারবো’ এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার বিশাল গাড়িবহর নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার খোলা চিঠির উত্তরে মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি দীর্ঘ পোস্ট দেন।


তিনি বলেন, ‘নতুন রাজনীতিতে আসা মানেই সহায়-সম্বলহীন হওয়া নয়। আমার পরিবারের আর্থিক সামর্থ্য রয়েছে, যা দিয়ে নির্বাচনী খরচ চালানো সম্ভব।’


রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয়। মাঠের রাজনীতিতে টিকে থাকতে হলে বিদ্যমান ব্যবস্থার মধ্য দিয়েই ধাপে ধাপে পরিবর্তন আনতে হবে।’


সারজিস আলম জানান, তার গাড়িবহরের অর্ধেকের বেশি গাড়ি আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ব্যক্তিগত উদ্যোগে যোগ হয়েছিল, যা তার নিজের খরচে ছিল না। তিনি বলেন, ‘রাজনৈতিক সংস্কৃতি রাতারাতি বদলানো যাবে না, তবে দীর্ঘমেয়াদে পরিবর্তন সম্ভব।’ 


এনসিপির এ নেতা আরও লিখেন, ‘আমার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন। যেগুলোর ব্যয় আমাদের বহন করতে হয়নি। বাকি প্রায় ৫০টার মতো গাড়ির ৬ হাজার টাকা করে যে তিন লাখ টাকা ভাড়া দিতে হয়েছে সে টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরও ৫০ বছর আগেও ছিল। আমি বিশ্বাস করি অন্য কেউ না- শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন, সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।’


thebgbd.com/NIT