কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ক্লাস পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন রাজধানীর নীলক্ষেতের গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৯ টা ৩০ মিনিটে ক্লাস-পরীক্ষা বর্জন করে শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেয়।
শিক্ষার্থীরা বলছে, কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে ছাত্রলীগ। নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। এজন্য তারা প্রতিবাদ জানিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে ছাত্রলীগ। নারী শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। এজন্য আমরা অবস্থান করছি। আজ আমাদের মাস্টার্স পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আমরা সেই পরীক্ষায় অংশগ্রহণ করিনি। যতক্ষণ পর্যন্ত না কোটা বাতিল করা হবে এবং শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার করা হবে ততক্ষণ পর্যন্ত এ বর্জন কর্মসূচি চলবে।
মঙ্গলবার (১৬ জুলাই) শিক্ষার্থীদের মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নেয়নি।