ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্পের বিরুদ্ধে বাড়িতে গোপন নথি রাখার মামলা খারিজ

  • | ১৬ জুলাই, ২০২৪
ট্রাম্পের বিরুদ্ধে বাড়িতে গোপন নথি রাখার মামলা খারিজ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি নিজ বাড়িতে রাখার অভিযোগে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। দেশটির ফ্লোরিডা রাজ্যের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক অ্যালিন ক্যানন সোমবার এক রায়ে মামলাটি খারিজ করে দেন। রায়ে তিনি বলেন, এই মামলা যিনি করেছেন, সেই বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথের নিয়োগ সংবিধানসম্মত ছিল না।

একজন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়মুক্তি পাওয়ার অধিকার রাখেন— এই যুক্তিতে ফেডারেল আদালতে গোপন নথি মামলা খারিজের আবেদন করেন তার আইনজীবীরা। এর মধ্য দিয়ে ট্রাম্পের একটি বড় আইনি হুমকি দূর হল। তবে বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথের টিম নিশ্চিতভাবেই এ রায়ের বিরুদ্ধে আপিল করবে।

২০২৩ সালে ট্রাম্পের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাড়ি মার-এ-লাগোতে তল্লাশি চালিয়ে বহু গুরুত্বপূর্ণ ও গোপন রাষ্ট্রীয় নথি জব্দ করা হয়। এসব নথির মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং এফবিআই এর জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নথিও ছিল।

হোয়াইট হাউস ছাড়ার পর রাষ্ট্রীয় এসব গোপন নথি নিজের কাছে রেখে দেওয়ার কারণে জুনে অভিযুক্ত হন ট্রাম্প। নথিগুলো উদ্ধারে আসা কর্মকর্তাদেরকে ট্রাম্প মিথ্যা বলেন বলেও অভিযোগ আছে। যদিও সব অভিযোগই ট্রাম্প অস্বীকার করেছেন।