গাজার দক্ষিণাঞ্চলে শনিবারের বিমান হামলায় হামাসের ঊর্ধ্বতন এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। নিহত রাফা সালামা ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডার ছিলেন। তবে হামাস রাফা সালামা নিহতের খবর নিশ্চিত করে জানায়নি।
ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, রাফা সালামা ছিলেন ইসরায়েলে ৭ অক্টোবরে হামাসের সংঘটিত হামলার দুই হোতার একজন। তিনি হামাসের সামরিক শাখার শীর্ষ কমান্ডার মোহাম্মদ দেইফের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং ইসরায়েল সিকিউরিটি এজেন্সি (আইএসএ) এক যৌথ বিবৃতিতে রাফা সালামাকে হত্যার খবর জানিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী আরেক শীর্ষ কমান্ডার দেইফকে হত্যার লক্ষ্য নিয়েও হামলা চালিয়েছে বলে জানিয়েছে। তবে দেইফ নিহত হয়েছেন কিনা তা জানা যায়নি।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় অন্তত পাঁচটি বড় যুদ্ধবিমানকে বোমা হামলা চালাতে দেখেছেন তারা। হামলা পরবর্তী পরিস্থিতি নিয়ে কাজ করছেন ড. মোহাম্মদ আবু রাইয়া। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আহতদের অধিকাংশই একাধিক বুলেটবিদ্ধ হয়েছেন। তিনি বলেন, এ যেন এক নরক। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।