ঢাকা | বঙ্গাব্দ

ব্যারিস্টার সুমনের শ্বশুর মারা গেছেন

হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ মো. আব্দুর রহিম (৫৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
  • | ১৭ জুলাই, ২০২৪
ব্যারিস্টার সুমনের শ্বশুর মারা গেছেন মো. আব্দুর রহিম

হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ মো. আব্দুর রহিম (৫৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুর রহিম দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি হ‌বিগঞ্জ-৪ আসনের সংসদ সদস‌্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের শ্বশুর।

শ্বশুরের মৃত্যুতে দোয়া চেয়ে ব্যারিস্টার সুমন তার ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, আমার শ্বশুর ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভালো মানুষগুলো মনে হয় দ্রুতই নীরবে চলে যায়। আমার নিজের বাবার অনুপস্থিতিতে তিনিই ছিলেন যোগ্য অভিভাবক। সকলের কাছে দোয়া চাই।

মরহুমের প্রথম নামাজে জানাজা বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে শায়েস্তানগর কেন্দ্রীয় ঈদগাহে এবং দ্বিতীয় জানাজা বাদ জোহর (দুপুর ২ ঘটিকায়) তার জন্মভূমি রিচি গ্রামে শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।