পুলিশের তালিকায় ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে থাকা চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক তার বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। একই সঙ্গে তাকে ধরিয়ে দিতে পুলিশের ঘোষণা করা ২০ লাখ টাকার পুরস্কারও প্রত্যাহারের আবেদন করেছেন তিনি। সম্প্রতি আইনজীবীর মাধ্যমে এই আবেদনটি আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
পতিত শেখ হাসিনা সরকারের সময় পুলিশের তালিকায় মেজর জিয়াউল হক ছিলেন একজন ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি। একাধিক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এই আসামি পুলিশের তথ্য অনুযায়ী নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ নেতা। তাকে ধরিয়ে দিতে ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ সদর দপ্তর। ১৪ বছর ধরে তার কোনো খোঁজ মেলেনি।
মেজর জিয়াউল হকের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, তার মক্কেলের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে, যার মধ্যে তিনটিতে আদালত মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। এসব মামলাকে ভিত্তিহীন দাবি করে আইনি উপদেষ্টার কাছে আবেদন করা হয়েছে। পাশাপাশি পুরস্কারের ঘোষণাও প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।
ব্যারিস্টার সরোয়ার বলেন, ‘জিয়া আমাকে মেসেঞ্জারে কল করে জানিয়েছে যে, তার বিরুদ্ধে করা মামলাগুলো মিথ্যা এবং ভিত্তিহীন।’ তিনি আরও জানান, ২০১১ সাল থেকে মেজর জিয়াউল হক বিদেশে অবস্থান করছেন, তবে তিনি কোন দেশে রয়েছেন তা জানা নেই।
তবে তার এই আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। গতকাল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়, গত ২৯ ডিসেম্বর মেজর জিয়াউল হক এই আবেদন করেছেন।
টেলিভিশনের প্রতিবেদনে জিয়াউলের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করার কারণে হাসিনা সরকারের রোষানলে পড়েছেন তিনি। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং চার্জশিটে তার নাম জোর করে যুক্ত করা হয়েছে।’
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জিয়া ধর্মীয় রীতিনীতি মেনে চলার কারণে তাকে টার্গেট করা হয়েছিল এবং একের পর এক মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।
thebgbd.com/NIT