ঢাকা | বঙ্গাব্দ

ব্যাংককের হোটেলে মৃত ৬ জনের রক্তে বিষ

অক্সিজেনের অভাবে নিহতদের ঠোঁট এবং নখ ঘন বেগুনি হয়ে গেছে। পাশাপাশি তাদের শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গগুলো রক্তক্ষরণে রঞ্জিত হয়ে যায়।
  • | ১৭ জুলাই, ২০২৪
ব্যাংককের হোটেলে মৃত ৬ জনের রক্তে বিষ চায়ের কাপে বিষের উপস্থিতি সনাক্ত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিলাসবহুল গ্র্যান্ড হায়াত ইরাবান হোটেলের কক্ষ থেকে যে ছয় বিদেশির মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদের মৃত্যু সায়ানাইডের বিষক্রিয়ায় হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। তারা সবাই ভিয়েতনামের নাগরিক। কারও কারও দ্বৈত নাগরিকত্বও আছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। খবর বিবিসির।

ময়নাতদন্ত বিশেষজ্ঞরা বলেছেন, সায়ানাইড ছাড়া ওই ছয় ব্যক্তির মৃত্যুর আর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আবারও পর্যবেক্ষণ করা হবে বলে তারা জানিয়েছেন। এর আগে ওই হোটেল কক্ষে নিহতদের ব্যবহৃত চায়ের কাপগুলোতে সায়ানাইডের উপস্থিতি শনাক্ত করেন তদন্তকারীরা। পুলিশ ধারণা, নিহতদের মধ্যেই কোনো একজন চায়ের কাপগুলোতে বিষ মিশিয়েছেন। ঋণের জের ধরেই তিনি এমন কাজ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

চুলালংকর্ন ইউনিভার্সিটির ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক কর্নকিয়াট ভংপাইসারনসিন জানিয়েছেন, অক্সিজেনের অভাবে নিহতদের ঠোঁট এবং নখ ঘন বেগুনি হয়ে গেছে। পাশাপাশি তাদের শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গগুলো রক্তক্ষরণে রঞ্জিত হয়ে যায়। এই লক্ষণগুলো সায়ানাইডে আক্রান্ত হওয়ার গুরুত্বপূর্ণ প্রমাণ।

অন্যদিকে চুলালংকর্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব মেডিসিন ডক্টর চ্যাঞ্চাই সিত্তিপান্ত বলেছেন, মৃতদের শরীরে কী পরিমাণ সায়ানাইড প্রবেশ করেছে তা এখনো পরীক্ষা করা হয়নি।