ঢাকা | বঙ্গাব্দ

মাহাথির মোহাম্মদ হাসপাতালে

সাম্প্রতিক বছরগুলোতে তিনি হৃদরোগে ভুগছেন এবং বাইপাস সার্জারিও করেছেন। চলতি বছরের শুরুতে তিনি প্রায় তিন মাস হাসপাতালে কাটিয়েছেন।
  • | ১৮ জুলাই, ২০২৪
মাহাথির মোহাম্মদ হাসপাতালে মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার ৯৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রচণ্ড কাশি নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক এই নেতাকে কয়েকদিন আগেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। বৃহস্পতিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চ্যানেল নিউজ এশিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার প্রায় ১০০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে বৃহস্পতিবার তার এক সহযোগী গণমাধ্যমকে জানিয়েছেন। সুফি ইউসুফ নামে মাহাথির মোহাম্মদের ওই সহযোগী জানিয়েছেন, সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

মালয়েশিয়ার দুই বারের প্রধানমন্ত্রী মাহাথির গত সপ্তাহে ৯৯ বছরে পা দিয়েছেন। অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে তিনি হৃদরোগে ভুগছেন এবং বাইপাস সার্জারিও করেছেন। চলতি বছরের শুরুতে তিনি প্রায় তিন মাস হাসপাতালে কাটিয়েছেন।