ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে বুধবার পাঁচজন জিম্মির মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার দিন গাজায় ধরে নিয়ে যাওয়া জিম্মিদের মধ্যে এ পাঁচজনও ছিলেন। খবর টাইমস অব ইসরায়েল।
যে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন— রাভিত কাট্জ (৫১), ওরেন গোল্ডিন (৩৩), মায়া গোরেন (৫৬), সার্জেন্ট কিরিল ব্রডস্কি (১৯) ও স্টাফ সার্জেন্ট টোমের ইয়াকভ আহিমাস (২০)। গাজায় এখনও যে ১২০ জন ইসরায়েলি জিম্মি বন্দী রয়েছেন সেই তালিকায় এই ৫ জনের নাম ছিল।
বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে এ ১২০ জিম্মির এক-তৃতীয়াংশ বেঁচে নেই বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, মৃতদেহগুলোর মধ্যে মায়া গোরেন প্রাক-প্রাথমিকের শিক্ষক ছিলেন। বাকি চারজনের মধ্যে দুজন রিজার্ভ সেনা ও দুজন সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত হওয়া সেনা।
ইসরায়েলি আর্মি রেডিওর খবরে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিস থেকে ওই মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি বাহিনী এ সপ্তাহে নতুন করে সেখানে অভিযান শুরু করে।