বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর (আচার্য) পদের জন্য লড়বেন কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খানের উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। ইমরান খান বর্তমানে পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দী।
সৈয়দ জুলফি বুখারি বলেন, ইমরান খানের প্রতি জনগণের আগ্রহ আছে, তাই তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদে লড়বেন। ইমরান খানের আনুষ্ঠানিক সম্মতি পেলেই আমরা বিষয়টি জনসমক্ষে প্রকাশ করব এবং স্বাক্ষর সংগ্রহ ক্যাম্পেইন শুরু করব।
সম্প্রতি ৮০ বছর বয়স্ক ক্রিস প্যাটেন দায়িত্ব ছাড়েল অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদটি শূন্য হয়। ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টি তথা টোরি পার্টির সাবেক চেয়ারম্যান ও হংকংয়ের সাবেক গভর্নর ক্রিস প্যাটেন প্রায় ২১ বছর বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন।
এবারের চ্যান্সেলর নির্বাচনে ইমরান খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক দুই ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও বরিস জনসনও। ফলে চ্যান্সেলর নির্বাচনে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নির্বাচনের সময় এই শিক্ষাপ্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটদের সশরীরে উপস্থিত থাকতে হয়। তবে এবার সেই প্রথা ভেঙে অনলাইনে ভোট গ্রহণ করা হবে। ইমরান খান অক্সফোর্ড থেকে অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির কেবল কলেজের শিক্ষার্থী ছিলেন।
ইমরান খান এর আগেও ব্রিটেনের আরেকটি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিলেন। ২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন।