গোলান মালভূমিতে রকেট হামলার পর হিজবুল্লাহকে ‘চড়া মূল্য দিতে হবে’ বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই হুমকির পরিপ্রেক্ষিতে লেবাননে ‘নতুন কোনো সামরিক অভিযানের’ পরিকল্পনার বিষয়ে ইসরায়েলকে হুঁশিয়ার করেছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি রোববার এক বিবৃতিতে লেবাননের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেন। বিবৃতিতে নাসের বলেছেন, লেবাননে ইসরায়েলের নতুন কোনো অভিযান ‘অভাবনীয় পরিণতি’ ডেকে আনতে পারে। ইহুদি রাষ্ট্রটির কোনোরকম কাণ্ডজ্ঞানহীন তৎপরতা এ অঞ্চলে অস্থিতিশীলতা, অনিরাপত্তা এবং যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। ইসরায়েল তাদের এমন নির্বোধ আচরণের প্রতিক্রিয়া এবং অভাবনীয় পরিণতির জন্য নিজেরাই দায়ী হবে।
শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে প্রাণঘাতী রকেট হামলা হয়। হামলায় ১২ জন কিশোর-তরুণ নিহত হয়েছে। তাদের বয়স ১০-২০ বছরের মধ্যে। ওই হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী থেকে এ জন্য লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী সেদিনই ওই হামলার জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন। যদিও গোলান মালভূমিতে হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ।
এদিকে গোলান মালভূমি এলাকায় রকেট হামলার জবাবে শনিবার রাতেই হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। রকেট হামলার ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ বেধে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে নিয়মিতভাবেই ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটছে।