ঢাকা | বঙ্গাব্দ

ইডেনের সেই রিভা গ্রেপ্তার

ইডেন মহিলা কলেজের ছয়টি হলের ৩৮টি কক্ষের অঘোষিত মালিক ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি ও ইডেন কলেজ শাখার সভাপতি রিভা।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ ডিসেম্বর, ২০২৪
ইডেনের সেই রিভা গ্রেপ্তার তামান্না জেসমিন রিভা।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ শাখা সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেপ্তার করেছে ডিবি। গতকাল শনিবার (১৫ ডিসেম্বর) রাতে রিভাকে রাজধানী থেকে গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।


ডিবি জানিয়েছে, রিভার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি।


শিক্ষার্থীদের নির্যাতন, হলে সিট-বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাণিজ্য, সচিবালয়ে তদবির, নিয়োগ বাণিজ্য, ব্ল্যাকমেইলসহ কোনো কিছুতেই পিছিয়ে ছিলেন না নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীরা। ইডেন মহিলা কলেজের ছয়টি হলের ৩৮টি কক্ষের অঘোষিত মালিক ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি ও ইডেন কলেজ শাখার সভাপতি রিভা।


শিক্ষার্থীদের অভিযোগ, রিভা সব সময় থাকতেন মারমুখী অবস্থানে। পান থেকে চুন খসলেই সাধারণ শিক্ষার্থীরা তো বটেই, তার হাত থেকে রক্ষা পেতেন না নিজ সংগঠনের নেতাকর্মীরাও। ১৬ জুলাই মঙ্গলবার রাত ৩টার দিকে রিভাকে হল ছেড়ে পালাতে দেখেছেন শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক রিভার ঘনিষ্ঠ আরেক নেত্রী গণমাধ্যমকে জানান, রিভা ভারতে আশ্রয় নিয়েছেন।


thebgbd.com/NIT