ইসরায়েলি সেনাদের সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক ফিলিস্তিনি নারী। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেগেভ মরুভূমিতে অবস্থিত এসদি তিমান নামের কারাগারে এই নৃশংস ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই নারী অবস্থা এতটাই নাজুক যে তিনি চলাচলে অক্ষম হয়ে পড়েছেন। পরে ওই নারীকে একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
ইসরায়েলের একটি কারাগারে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম ‘কেএএন’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু। মিডেল ইস্ট মনিটরও এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম ‘কেএএন’র প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে পুলিশের একটি তদন্ত দল এসদি তিমান কারাগারে পৌঁছেছে এবং ধর্ষণের সঙ্গে জড়িত ১০ সৈন্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইসরায়েলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দীদের ওপর গুরুতর নির্যাতনের বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত কয়েক হাজার নারী, শিশু ও চিকিৎসক আটক করেছে বলে মনে করা হয়। তবে সাম্প্রতিক মাসগুলোতে স্বাস্থ্যের অবনতি হওয়ায় গাজা থেকে ধরে নিয়ে যাওয়া কয়েক ডজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েলি বাহিনী। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের শরীরে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ নির্যাতনের চিহ্ন।