ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে একটি জরুরি বার্তা পাঠিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের প্রতিমন্ত্রী যুবরাজ মনসুর বিন মিতেব বিন আব্দুল আজিজ মঙ্গলবার মোহাম্মদ বিন সালমানের ওই বার্তা নিয়ে তেহরান পৌঁছান। খবর আরব নিউজের।
সেখানে তিনি এটি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হাতে পৌঁছে দেন। বুধবার (৩১ জুলাই) সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি এ খবর প্রকাশ করে। এতে বলা হয়, দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য সৌদি যুবরাজ ইরানে ওই পত্র পাঠান।
এ সময় ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ সৌদি আরবের প্রতিমন্ত্রী যুবরাজ মনসুর বিন মিতেব বিন আব্দুল আজিজকে স্বাগত জানান এবং দুই ভ্রাতিপ্রতীম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন। উল্লেখ্য, তেহরানে সৌদি দূতাবাসে ২০১৬ সালের হামলার পর সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এর ৭ বছর পর চীনের মধ্যস্থতায় ২০২৩ সালে ইরান এবং সৌদি আরব আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজী হয়।
দুই দেশের মধ্যে আবার বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতাও শুরুর আলোচনা হয়। সেই সঙ্গে দুই দেশ পরস্পরের রাজধানীতে তাদের বন্ধ দূতাবাসের দরোজা খোলারও সিদ্ধান্ত নেয়। চীনের মধ্যস্থতায় গত বছর বেইজিং এ দু'দেশের মধ্যে এক আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে। দুটি দেশই এক্ষেত্রে বেইজিং এর ভূমিকার প্রশংসা করেছে।