ঢাকা | বঙ্গাব্দ

জরিপে আবারও এগিয়ে কমলা

জরিপে ৪৩ শতাংশ নিবন্ধিত ভোটারের সমর্থন পেয়েছেন কমলা। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি রয়েছে ৪২ শতাংশ ভোটারের সমর্থন।
  • | ০১ আগস্ট, ২০২৪
জরিপে আবারও এগিয়ে কমলা ডোনাল্ড ট্রাম্প-কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস জনমত জরিপে আবারও রিপাবলিক পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে গিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স ও ইপসসের নতুন জরিপ থেকে এ তথ্য জানা গেছে।

রোববার (২৮ জুলাই) শেষ হয় রয়টার্স-ইপসসের তিন দিনব্যাপী জরিপ। ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত অনলাইনে চলা এই জরিপে মোট ১ হাজার ২৫ জন ভোটার অংশ নেন। এতে ৪৩ শতাংশ নিবন্ধিত ভোটারের সমর্থন পেয়েছেন কমলা। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি রয়েছে ৪২ শতাংশ ভোটারের সমর্থন। অর্থাৎ ১ পয়েন্ট বেশি এগিয়ে আছেন কমলা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এসব জরিপের মাধ্যমে রাজনীতিবিদদের প্রতি ভোটারদের অবস্থান তুলে ধরা হয়। তবে নির্বাচনে অ্যারিজোনা, মিশিগান, জর্জিয়া ও পেনসিলভানিয়ার মতো রাজ্যেগুলো আলাদা গুরুত্ব পেয়ে থাকে। কারণ এই রাজ্যেগুলো যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।