ভারতের কেরালার ওয়েনাড়ে মঙ্গলবারের ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ২৭৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন দেড় শতাধিক মানুষ। নিখোঁজদের সন্ধান এবং উদ্ধারে এখনও কাজ চলছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সেনা, এনডিআরএফ, কেরালার বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মী এবং স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছেন। ভূমিধসে আহত মোট ২১৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ৭৮ জন এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
ভূমিধসের ঘটনায় পশ্চিমঘাট পর্বতের জঙ্গলঘেরা চারটি গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। বাড়িঘর, কফির বাগান হাজার হাজার টন পাথর এবং কাদার স্তূপের নিচে। এমন পরিস্থিতিতে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন। ভূমিধসে হারিয়ে যাওয়া চুরালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা এবং নুলপুঝা গ্রামের নিখোঁজদের সন্ধান এবং ভিটেমাটি হারানো বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়ে সর্বদলীয় বৈঠকে আলোচনা হবে বলে সরকারি সূত্রে জানা গেছে।
বুধবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, ‘আমাদের রাজ্য এমন বেদনাদায়ক দৃশ্য আগে কখনও দেখেনি।’ তিনি বলেন, ‘দুইদিনের অভিযানে মোট ১৫৯২ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দলগুলো সমন্বয় করে অক্লান্তভাবে কাজ করেছে বলেই এই সাফল্য মিলেছে।’
তবে বিপর্যস্ত ওয়েনাড়ের বিপদ এখনই কাটছে না। সেখানে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনাড় এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে সতর্কতা।