দেশব্যাপী চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ছে বহু গুজব। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের লোগো ব্যবহার করে এরকমই এক গুজব ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
আওয়ামী লীগের দপ্তর সেল সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রোববার (৪ আগস্ট) বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এই গুজবের বিষয়টি জানানো হয়।
সেখানে বলা হয়, আওয়ামী লীগের রোববারের (৪ আগস্ট) কর্মসূচি প্রত্যাহার প্রসঙ্গে একটি ভুয়া প্রেস রিলিজ ছড়ানো হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর বিভাগ থেকে কোন প্রকার প্রেস রিলিজ ইস্যু করা হয়নি। প্রেস রিলিজটি ভুয়া!
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতির মধ্যেই শনিবার (৩ আগস্ট) নতুন কর্মসূচি দেয় আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুসারে আজ রোববার (৪ আগস্ট) রাজধানী ঢাকাসহ সারাদেশে জেলা, মহানগর শহরে জমায়েত কর্মসূচি পালন করবে দলটি।
এছাড়াও আগামীকাল সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টায় শোক র্যালি করা হবে। র্যালিটি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হবে।