ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্পের জন্য জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা

বহু বছর ধরেই জাপান ও যুক্তরাষ্ট্র সামরিক বন্ধু হিসেবে কাজ করছে। তাছাড়া পরষ্পর বাণিজ্যিক বিনিয়োগও বেশি।
  • | ২১ জানুয়ারি, ২০২৫
ট্রাম্পের জন্য জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। শুভেচ্ছা বার্তায় শিগেরু ইশিবা বলেন, জাপান প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিশ্বস্ততার সম্পর্ক গড়তে চায়। খবর এএফপি’র। 


বহু বছর ধরেই জাপান ও যুক্তরাষ্ট্র সামরিক বন্ধু হিসেবে কাজ করছে। তাছাড়া পরষ্পর বাণিজ্যিক বিনিয়োগও বেশি। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে সামরিক ব্যয় বাড়াতে চাপ দেন। এইবারও ট্রাম্প বাণিজ্যে শুল্ক বাড়ানোর কথা বলেছেন।  


প্রধানমন্ত্রী ইশিবা টোকিওতে সাংবাদিকদের বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কের বহুপক্ষীয় কাঠামোর বাইরে দ্বিপক্ষীয় সম্পর্ক কাঠামো বেশি পছন্দ করছেন। ইশিবা আরো বলেছেন, কীভাবে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি হবে তা সত্যিকারের আলোচনার মাধ্যমে তা প্রতিষ্ঠা করতে চাই।   


এর আগে মঙ্গলবার সকালে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রধানমন্ত্রী ইশিবা প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি অভিনন্দনপত্র পাঠিয়েছেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি আইওয়ায়া সোমবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন। সেখানে তাকেশি নতুন পররাষ্ট্রমন্ত্রী কিউবান বংশোদ্ভূত মার্কো রুবিও’র সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন। 


সূত্র: এএফপি


এসজেড