ঢাকা | বঙ্গাব্দ

ভূমিধসের ৩ দিন পর ৪ জনকে জীবিত উদ্ধার

শুক্রবার জীবিত উদ্ধার হওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী বলে জানান সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার ভি টি ম্যাথিউ।
  • | ০৪ আগস্ট, ২০২৪
ভূমিধসের ৩ দিন পর ৪ জনকে জীবিত উদ্ধার কাদামাটি সরাতেই মিলছে দেহ

ভারতের কেরালা রাজ্যে ভয়াবহ ভূমিধসের তিন দিন পর শুক্রবার একটি বাড়ি থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভারতের জনপ্রিয় পর্যটন অঞ্চলগুলোর একটি কেরালার ওয়েনাডে গত মঙ্গলবার ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেক ঘুমন্ত মানুষের। বৃষ্টিতে পাহাড় থেকে কাঁদা, পানির ঢল নেমে আসে। ধসে পড়ে পাথরের খণ্ড।

এই ভূমিধসের ঘটনায় এ পর্যন্ত ৩ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। শতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। শুক্রবার জীবিত উদ্ধার হওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী বলে জানান সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার ভি টি ম্যাথিউ। তারা একটি প্রত্যন্ত এলাকায় আটকা পড়েছিলেন। তবে মাটি, পাথর বা ঘরবাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েননি তারা।

ভূমিধসের ঘটনায় দেশটির সেনারা প্রায় ১৬০০ ব্যক্তিকে উদ্ধার করেছেন। ৩৫০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সসহ অন্যান্য সংস্থা দুর্গত এলাকায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধারকাজে যুক্ত প্রতিটি দলের সঙ্গে থাকছে ডগ স্কোয়াড। উদ্ধারকারীদের দলে অতিরিক্ত বাহিনী যুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে সাঁতার বিশেষজ্ঞও। নদীতে মরদেহ পাওয়ার আশঙ্কা থেকেই তাদের মোতায়েন করা হয়েছে।

একটি সেতু নির্মাণের পর আক্রান্ত এলাকায় উদ্ধারকাজ জোরদার হয়েছে। সেতুটি উদ্ধারকাজে ব্যবহৃত ভারী সরঞ্জাম পরিবহন করতে সহায়তা করছে। বিশেষজ্ঞরা বলছেন, টানা দুই সপ্তাহ ধরে ওই এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। এর ফলে মাটি নরম হয়ে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে।