জাপানে বৃহস্পতিবার ৬.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরই দেশটির ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র সুনামির সতর্কতা জারি করেছে। জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কিউশু দ্বিপে বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে ওই ভূমিকম্পটি আঘাত হানে। খবর জাপান টাইমস ও তাসের।
তবে, ভূমিকম্পে হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের পর দেশটির মিয়াজাকি ও কোচি প্রিফেকচারে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সুনামির প্রভাবে দুই প্রিফেকচারে ১ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার নামে পরিচিত জটিল স্থানে জাপানের অবস্থান। এ জন্য প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে জাপানে। চলতি বছরের ১ জানাুয়ারিতেও জাপানের নোতো এলাকায় এক ভূমিকম্পে কমপক্ষে ২৪০ জন মানুষ প্রাণ হারিয়েছেন।