ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলকে আরো ৩৫০ কোটি ডলারের মার্কিন সাহায্য

এমন এক সময়ে এই অর্থ প্রদানের কথা সামনে এলো, যখন খোদ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ বেড়ে উঠছে।
  • | ১০ আগস্ট, ২০২৪
ইসরায়েলকে আরো ৩৫০ কোটি ডলারের মার্কিন সাহায্য মার্কিন অস্ত্র হাতে ইসরায়েলি সেনা

মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে ইসরায়েলকে আরো ৩৫০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট শুক্রবার (১০ আগস্ট) বিষয়টি  নিশ্চিত করে। খবর রয়টার্সের।

মার্কিন সিনেট এরইমধ্যে এই আর্থিক সাহায্য দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে। এমন এক সময়ে এই অর্থ প্রদানের কথা সামনে এলো, যখন খোদ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ বেড়ে উঠছে। তবে সামনের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এর প্রভাব পড়বে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের সময়ে আর্থিক সাহায্যের বিষয়টি নিশ্চিত হয়। তবে এই অর্থ পুরোটাই ইসরায়েলকে ব্যবহার করতে হবে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার জন্য।