এবার দ্বিতীয় আঘাত নেমে এলো পতঞ্জলির ওপর। রামদেবের এই সংস্থাকে এবার দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। ইনপুট ট্যাক্স ক্রেডিটে (আইটিসি) অনিয়ম দেখা যাওয়ায় দিতে হচ্ছে জরিমানা।
৩০ এপ্রিল পতঞ্জলির ১৪টি প্রডাক্টের লাইসেন্স বাতিল করার নির্দেশ দেয় ভারত সরকার। এছাড়া, একটা ক্রিমিন্যাল কমপ্লেইনও দায়েরও হয়েছে রামদেব, পতঞ্জলির ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণ ও পতঞ্জলির বিরুদ্ধে। সবার বিরুদ্ধেই ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমিডিজ অ্যাক্টের অভিযোগ রয়েছে। ১৫ এপ্রিলের এক রায়ের জেরে এটা ঘটল।
যে যে প্রডাক্টের লাইসেন্স বাতিল করা হয়েছে, সেগুলো হলো, স্বসারি গোল্ড, স্বসারি গোল্ড, ব্রঙ্কম, স্বসারি প্রবাহী, স্বসারি আভালেহ, মুক্ত বাতি এক্সট্রা পাওয়ার, লিপিডম, বিপি গ্রিট, মধুগৃৎ, মধুনাশিনী বাতি এক্সট্রা পাওয়ার, লিভামৃত অ্যাডভান্স, লিভোগৃৎ, আইগৃৎ গোল্ড ও পতঞ্জলি দৃষ্টি আই ড্রপ।
পতঞ্জলির বিরুদ্ধে তাদের নানা প্রডাক্ট নিয়েই অভিযোগ ছিল। মূলত মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্টের জন্যই তাদের বিরুদ্ধে মামলা হয়। ভারতের সুপ্রিম কোর্টে এই মর্মেই শুনানি ছিল।
এপ্রিল মাসে আদালত রামদেব, ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণ এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডকে জনসমক্ষে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে নির্দেশ দেন। সেই নির্দেশ মেনে নিয়ে তারা আদালতে নিঃশর্তে ক্ষমা চান। পরে আদালত তাদের খবরের কাগজে ছাপার অক্ষরে ক্ষমা চেয়ে নিয়ে নির্দেশ দেন। সেই নির্দেশও তারা মেনে নেন। যথাসময়ে নিজেদের কোম্পানির প্রডাক্টের বিজ্ঞাপনের ক্ষেত্রে শীর্ষ আদালতের নির্দেশনা অমান্য করার কারণে জনগণের কাছেও ক্ষমা চেয়ে নেন।
সূত্র: এনডিটিভি