ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়ায় সন্ত্রাসী হামলায় জেলেনস্কির হাত!

বিশেষ করে রাশিয়ার ভূখণ্ডে সংঘটিত এসব হামলার ক্ষেত্রে জেলেনস্কি বা তার কার্যালয়ের প্রধানের অনুমোদন ছাড়া কিছুই সম্ভব নয়।
  • | ১৬ অক্টোবর, ২০২৪
রাশিয়ায় সন্ত্রাসী হামলায় জেলেনস্কির হাত! ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ’র (সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেন) সাবেক কর্মকর্তা ভাসিলি প্রোজোরভ দাবি করেছেন, রাশিয়ায় হওয়া সন্ত্রাসী হামলাগুলোর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির অনুমোদন ছিল। প্রোজোরভ জানান, এসবিইউ এবং ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা অধিদফতর (জিইউআর) এই হামলাগুলোর পেছনে ছিল এবং এসব হামলার জন্য প্রেসিডেন্টের সম্মতি প্রয়োজন হয়। খবর তাসের।

রুশ বার্তাসংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসবিইউ’র সাবেক এই কর্মকর্তা বলেন, ‘এসব হামলার জন্য এসবিইউ প্রধানের আদেশে কার্যক্রম পরিচালিত হয়। এসবিইউ প্রধান ভাসিলি মালিউক এই হামলাগুলোর নির্দেশ দিয়েছেন এবং প্রেসিডেন্টের কাছে তা রিপোর্ট করেছেন। বিশেষ করে রাশিয়ার ভূখণ্ডে সংঘটিত এসব হামলার ক্ষেত্রে জেলেনস্কি বা তার কার্যালয়ের প্রধানের অনুমোদন ছাড়া কিছুই সম্ভব নয়।’

এর আগে রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থা জানায়, ক্রিমিয়ার সেতুতে ২০২৩ সালের গ্রীষ্মে হওয়া সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এসবিইউ প্রধান ভাসিলি মালিউকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাকে গ্রেফতার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্য মামলায় ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রোজোরভ আরও উল্লেখ করেন, এসবিইউ প্রায়ই এমন অপারেশন পরিচালনা করে যা জিইউআরের চেয়ে বেশি কার্যকর। তবে জিইউআর তাদের কার্যক্রম প্রচারের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে।

উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, ‘ইউক্রেনীয় আইনপ্রণেতা ইলিয়া কিভার হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই জিইউআরের মুখপাত্র আন্দ্রে ইউসোভ দাবি করেন, এটি তাদের কাজ। কিন্তু কয়েকদিন পরেই এসবিইউ প্রমাণ উপস্থাপন করে দেখায় যে হত্যাকাণ্ডটি তাদের দ্বারা সংঘটিত হয়েছে।’

ইউক্রেনের নিরাপত্তা সংস্থার সাবেক এই কর্মকর্তা জানান, এসবিইউ এবং জিইউআরের মধ্যে দীর্ঘদিন ধরে ‘স্পষ্ট শত্রুতা’ রয়েছে। প্রোজোরভ বলেন, ‘এই শত্রুতার বিষয়ে একটি প্রকাশনা নিয়ে কাজ করছি, যেখানে বিস্তারিত তথ্য ও প্রমাণসহ এটি তুলে ধরা হবে।’