তিন দিনে সারা বাংলাদেশের অচল হয়ে পড়া ৫৯৯টি থানার কার্যক্রম শুরু করতে পেরেছে পুলিশ সদর দফতর। রোববার (১১ আগস্ট) বিকেলে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক খুদে বার্তায় বিষয়টি জানানো হয়। এতে জানানো হয়, সারাদেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার ঢাকা শহরের মধ্য দিয়ে সারাদেশে থানাগুলোকে সচল করার কার্যক্রম শুরু হয়। অধিকাংশ থানা সচল করতে সেসব এলাকার সেনা সদস্যদের সহযোগিতা নিচ্ছে পুলিশ।
তবে সচল থানাগুলোতে এলাকার মানুষদের সহযোগিতা চেয়ে ইতোমধ্যে পুলিশ সদর দফতর থেকে একটি অনুরোধ করা হয়েছে। পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদেরকেও থানাগুলো সচল করতে এবং পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সহায়তা চেয়েছে পুলিশ।