ঢাকা | বঙ্গাব্দ

যুদ্ধের অবসান চান হামাস প্রধান

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতি চান কিনা এটি স্পষ্ট নয়। মধ্যস্থতাকারী দেশের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছে, ‘কিন্তু কেউ জানে না নেতানিয়াহু কী চায়।’
  • | ১২ আগস্ট, ২০২৪
যুদ্ধের অবসান চান হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার

হামাসের নতুন প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার দখলদার ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি এবং যুদ্ধের পুরোপুরি অবসান চান বলে মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছেন। তার এই বার্তা ইসরায়েলকে মিসর এবং কাতারের আলোচনাকারীরা পৌঁছে দিয়েছে বলে রোববার (১১ আগস্ট) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চান কিনা এটি স্পষ্ট নয়। মধ্যস্থতাকারী দেশের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছে, ‘কিন্তু কেউ জানে না নেতানিয়াহু কী চায়।’ সূত্রটি আরও জানিয়েছে, হামাস ও ইসরায়েলের যুদ্ধ যেন আঞ্চলিক যুদ্ধে রূপ না নেয়, সেজন্য যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।