আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের কাশিয়ানীতে আজও শপথ, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে কাশিয়ানী রেলস্টেশন মাঠে এ সমাবেশ ও শপথ অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বলেন, আপনারা দেখেছেন আমাদের নেত্রীকে কীভাবে লাঞ্চিত করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমরা বঙ্গবন্ধুর সমাধিতে হাত রেখে শপথ করেছি, অচিরেই আমাদের নেত্রীকে সসম্মানে দেশে ফিরিয়ে আনব। যতদিন আমরা তাকে দেশে ফিরিয়ে আনতে না পারব ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। প্রতিবারের ন্যায় এবারও আমরা শোক পালন করব এবং শোককে শক্তিতে রুপান্তর করব। আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান।
পরে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান মাহাবুব আলী খান।
গত কয়েতদিন ধরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের বিভিন্ন যায়গায় আন্দোলন ও শপথ গ্রহণ করছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।