তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জবাবে ইরান বড় ধরনের হামলা চালাবে বলে সোমবার (১২ আগস্ট) হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। তিনি বলেন, এই সপ্তাহেই ইরান ও তার মিত্ররা প্রতিশোধমূলক হামলা চালাতে পারে। তবে ওয়াশিংটন এখনো নিশ্চিত নয় যে, এই হামলার মাত্রা কেমন হবে। আমরা খুবই নিবিড় ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি।
ইরানের সম্ভাব্য হামলার শঙ্কায় ইসরায়েল যখন ভয় আর চরম আতঙ্কের মধ্যে রয়েছে, তখনই যুক্তরাষ্ট্র জানালো কখন ভয়াবহ হামলাটি চালাবে ইরান। ৩১ জুলাই ইরানে এক বোমা হামলায় নিহত হন হামাস প্রথান ইসমাইল হানিয়া। যদিও ইসরায়েল ঘটনার দায়িত্ব অস্বীকার করেছে তবে তদন্ত শেষে ইরান জানিয়েছে, ইহুদিবাদী দেশটিই এই ঘটনার জন্য দায়ী এবং তাদেরকে কঠোর জবাব দেওয়া হবে।
ইরানের একজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পথে রয়েছে ইরান। ওই কর্মকর্তা জানান, ইসরায়েলের বিরুদ্ধে অবশ্যই প্রতিশোধ নেওয়া হবে। হানিয়া হত্যাকাণ্ডের পর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনে হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার নির্দেশ দেন।