রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় আওয়ামী লীগের চার কর্মী-সমর্থকের বাড়িতে ও এক চায়ের দোকানের সামনে কাফনের কাপড়ের টুকরো, গোলাপজল ও চারটি চিরকুটে (আ, জ, আ, ম) অক্ষর লিখে রেখে গেছে দুর্বৃত্তরা। আর কাফনের কাপড়ের টুকরোতে লাল কালিতে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এতে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
নওহাটা পৌর এলাকার পাইকপাড়া মহল্লার ইনতাজের মোড়ে মিনারুল ইসলামের চায়ের দোকানের সামনে কাফনের সামগ্রী রেখে যায় দুর্বৃত্তরা। এ ছাড়া নওহাটা পৌর এলাকার বসন্তপুর এলাকার হাফিজ, পলাশ, রাব্বি এবং পিল্লাপাড়া এলাকার রবিউল ইসলামের বাসার সামনে লাল শপিং ব্যাগের ভেতরে কাফনসামগ্রী রেখে যাওয়া হয়েছে। এ চারজনই আওয়ামী লীগের কর্মী-সমর্থক বলে জানা গেছে।
ইউএনও আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘কে বা কারা কাফনের কাপড় দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে, তা উদঘাটনে কাজ চলমান রয়েছে।’