ঢাকা | বঙ্গাব্দ

১৩ মন্ত্রণালয় পেল নতুন জনসংযোগ কর্মকর্তা

তথ্য ও জনসংযোগের দায়িত্ব পালনে ১৩ জন কর্মকর্তাকে ১৩ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
  • | ১৪ আগস্ট, ২০২৪
১৩ মন্ত্রণালয় পেল নতুন জনসংযোগ কর্মকর্তা তথ্য মন্ত্রণালয়।

তথ্য ও জনসংযোগের দায়িত্ব পালনে ১৩ জন কর্মকর্তাকে ১৩ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আজ বুধবার (১৪ আগস্ট) তথ্য অধিদপ্তর থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।


এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (তথ্য সাধারণ) ক্যাডারের সদস্য এ অধিদপ্তরের এসব কর্মকর্তাদের তথ্য ও জনসংযোগের দায়িত্ব পালনের জন্য এসব মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো।


তারা হলেন ফয়সল হাসান, তথ্য মন্ত্রণালয়; কামরুল হাসান ভূঁইয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়; আলমগীর হোসেন, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়; ড. মো. রেজাউল করিম, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; মো. মাহবুবুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; মোহাম্মদ সায়েম হোসেন, শিল্প মন্ত্রণালয়; মোহাম্মদ গিয়াস উদ্দিন, সমাজকল্যাণ মন্ত্রণালয়; মো. আবুবকর সিদ্দীক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; মোহাম্মদ শাহাদাত হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; পবন চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; মোহাম্মদ শফিউল্লাহ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; মো. নুর আলম, যুক ও ক্রীড়া মন্ত্রণালয়; মুহম্মদ জসীম উদ্দিন, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।  


এর আগে, গত বৃহস্পতিবার (৮ আগস্ট) এক অফিস আদেশে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ৪২ জন জনসংযোগ কর্মকর্তার সংযুক্তি বাতিল করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।