ঢাকা | বঙ্গাব্দ

রোনালদো ঝলকে সুপার কাপের ফাইনালে আল নাসের

সুপার কাপের সেমিতে আল তাউনকে ২-০ গোলে হারিয়েছে আল নাসের।
  • | ১৫ আগস্ট, ২০২৪
রোনালদো ঝলকে সুপার কাপের ফাইনালে আল নাসের সংগৃহীত

সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল তাউনের বিপক্ষে নিজে গোল করেছেন, করিয়েছেনও। পর্তুগিজ মহাতারকার নৈপুন্যতায় ফাইনাল নিশ্চিত করেছে আল নাসের।


সুপার কাপের সেমিতে আল তাউনকে ২-০ গোলে হারিয়েছে আল নাসের। রোনালদোর পাশাপাশি গোল করেছেন আয়মান আহমেদ। আগামী ১৭ আগস্ট ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে রোনালদোর দল। প্রথম সেমিতে আল আহলির বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় পায় হিলাল।


ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচের শুরু থেকেই আল তাউনকে চেপে ধরে নাসের। ম্যাচের অষ্টম মিনিটে লিড পায় দলটি। রোনালদোর পাস থেকে বল পেয়ে গোল আদায় করেন আয়মান। ১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।


বিরতির পর ৫৭ মিনিটের দ্বিতীয় গোলের দেখা পায় আল নাসের। গোল সুলতান আল গানিমের বাড়ানো বল থেকে গোল আদায় করে ৩৯ বর্ষী রোনালদো। যোগকরা সময়ের তৃতীয় মিনিটে ফাউল করে রেড কার্ড দেখেন আল নাসের মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ। একজন কম নিয়েই ফাইনালের টিকিট কাটে রোনালদো-সাদিও মানেদের দল।